কবিতায় আর্যনীল মুখোপাধ্যায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
নৈঃশব্দ, চক্রান্ত ও ক্রীমহর্নের ফাঁপা :: ১৪ই নভেম্বর, ২০১৭
আমরা ভ’রে দিচ্ছিলাম ওদের ক্রীমহর্নের ফাঁপা
পরীক্ষা-নিরীক্ষার সুলভ ভুলভ্রান্তিতে
একটা উৎকর্ষও লেগে নেই কোথাও
না মিথোজীবী রেমোরায়
না মাংসাশী কর্তাজীবে
পশ্ প্লাজার উল্টোদিকে আমরা ওইসব বিফল বাড়ি
যারা জগতের ওপর মেলে দিচ্ছে
জানলারূপী চোখ
আর দরজার ফাঁক দিয়ে অসুস্থ হলুদ মুখের
চোনা-লাগা দাঁত দেখাচ্ছে
তবু কারা যেন গাইতো, নিচু স্বরে হলেও
কারা যেন গাইছে সেই তাদের জন্য
যারা অন্য একটা বাড়ির স্বপ্নে ঘুমিয়ে
যেসব বাড়ি অনাগ্রহের প্রতিপালনে, নৈঃশব্দের ষড়যন্ত্রে
বিধ্বস্ত, শ্রান্ত