কবিতায় আমিনুল ইসলাম

অধ্যাবসায়
আবছা কৃষ্ণবর্ণের ওড়না পিছলে পড়লে সূর্যের রং ছিটকে পড়ে উইন্ডো গ্লাসে
কেউ কেউ আড়চোখ জুড়িয়ে নিলে সোনালী রোদের ছন্দপতন
আসলে বিড়াল যে স্তন্যপায়ী প্রাণী, একথা আর একবার ভাববার সময় হাজির হলে
নিন্দার ঢেউ আছড়ে পরে এদিকে, দুটো পায়ের ব্যবহার বদলে ফেলেছি, লুপ্ত হয়েছে লেজ
আসলে স্বভাবটা বদলে ফেলা খুব কঠিন-
অধ্যাবসায় আর অধ্যাবসায়-