ভালোবাসারা বাসর সাজায় সঙ্কটময় মোরগডাঙায়
ছায়া যুদ্ধ চলে, সংকটের নৌকা ভাসে স্নিগ্ধ জলে
মানবিক স্কুল সব বন্ধ,
আত্মসমর্পণ ডানামেলে উড়ছে।
হাঁসপাখিরা ডানায় মাখে প্রত্যয়
সূদুর সাইবেরিয়ায় ফেলে আসে তার অনবদ্য ইতিহাস
ঘন্টা বাজে মন্দিরে মন্দিরে
নেমে আসে বার্ধ্যক্যের অন্ধকার
ক্রিকেট বলের মতো মার খায় সপাটে
অস্তিত্বের বাঁশি বাজে দ্রোহ হীন উপাচারে, গল্প হয় ছক্কাচারের
প্রহর শেষে আম্পায়ার তুলে নেয় স্টিকবেল
বিধ্বস্ত ছায়ার গ্যালারিতে দর্শক উল্লাসে মাতে
কেউ বোঝেনা কারো হাসিঅভিমান
কান্না হয়ে ঝরে পড়ে পৃথিবীর প্রত্যয়