কবিতায় আবদুস সালাম

মৃত্যুর পসরা নিয়ে বসে আছি মৃত্যুর আঙিনায়

মৃত্যুর পসরা নিয়ে বসে আছি পৃথিবীর আঙিনায়
হরিলুটের মতো কাড়াকাড়ি পড়ে মৃত্যুর বাতাসা
জেগে ওঠে এভাবেই মৃত্যুর অলৌকিক পাহাড়
হুংকারে হুংকারে কেঁপে উঠবে মহল্লা
দাহহীন যৌবনের স্তব্ধভাইরাস জেগে ওঠে হাহাকার এর দ্বীপে
মহাসমোরোহে পালিত হবে আমাদের মৃত্যু দিন
ভালোবাসার আকাশে শ্রাবণের ঘনঘটা
হুংকার ছাড়ছে মেঘেরা
থেমে থেমে ঝরে পড়ছে রক্তবৃষ্টি
আমাদের অস্তিত্ব খুঁজি রক্ত সমৃদ্ধ বলয়ে
সুদীর্ঘ সমাধির পাশে শব্দ হীন রৌদ্রক্লান্তছায়া
নীরববাতাসে দুঃস্বপ্নের কালোরাত উঁকি মারে
নষ্ট শব আর হাড়মাংসের কলরব ভাসে মহল্লায় মহল্লায়

পরিত্যক্ত আস্তানা

চাঁদ ঘুমিয়ে পড়ছে ক্রমশ
পৃথিবী হীন আকাশে আমরা উড়ে চলেছি
থেকে  থেকে কঁকিয়ে উঠছে বিষন্ন  শিশুরা
উদ্ভট সোহাগ মেখে সৈন‍্যরা গুলি ছুঁড়ছে শূন্যে
বৃহন্নলা সময় সাজছে উড্ডীন আস্তানায়
ঋতুমতি হচ্ছে বিষন্ন শিশুরা—
যন্ত্রণায় কঁকিয়ে উঠছে শরীর
পৃথিবীর দুয়ারে  সব মাবাবারা হাহাকারে মগ্ন
আগুনে ঝলসে উঠছে চাঁদের শরীর
নক্ষত্রেরা খুলেছে দায়মুক্তির অফিস
অভিযোগ জমা হচ্ছে মেঘেদের কাছে
বজ্রপাতে ঝলসে যাচ্ছে পেলব শিশুদের আস্তানা
জ্বালাতন এড়াতে   রক্তাক্ত চাঁদ ফটিক জলে ভিজিয়ে নিচ্ছে   শরীর
ঘুমের বিছানায় অঘুম শুয়ে আছে সর্পিল সোহাগে

ছায়া যুদ্ধ

বার্ধক্যের আঙিনায় অলীক পর্দা ওড়ে
ছায়া পড়ে দিনান্তের আঙিনায়
বিষন্ন ক্লান্তিরা হেঁটে যায়
ছায়া মাপি আয়ুর দরজায়
ভালোবাসারা বাসর সাজায় সঙ্কটময় মোরগডাঙায়
ছায়া যুদ্ধ চলে, সংকটের নৌকা ভাসে স্নিগ্ধ জলে
মানবিক স্কুল সব বন্ধ,
আত্মসমর্পণ ডানামেলে উড়ছে।
হাঁসপাখিরা ডানায় মাখে প্রত‍্যয়
সূদুর সাইবেরিয়ায় ফেলে আসে  তার অনবদ্য ইতিহাস
ঘন্টা বাজে মন্দিরে মন্দিরে
নেমে আসে বার্ধ‍্যক‍্যের অন্ধকার
ক্রিকেট বলের মতো মার খায় সপাটে
অস্তিত্বের বাঁশি বাজে দ্রোহ হীন উপাচারে, গল্প হয় ছক্কাচারের
প্রহর শেষে আম্পায়ার তুলে নেয় স্টিকবেল
বিধ্বস্ত ছায়ার গ‍্যালারিতে দর্শক উল্লাসে মাতে
কেউ বোঝেনা  কারো হাসিঅভিমান
কান্না হয়ে ঝরে পড়ে পৃথিবীর প্রত‍্যয়
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।