জন্ম – ১৯৮৩, ১৬ই মার্চ , আসানসোল । দর্শনশাস্ত্রে স্নাতক ।ইতিহাসে স্নাতকোত্তর । প্রথম গল্পসঙ্কলন – ইচ্ছেমৃত্যু ( ২০১৭) । প্রকাশক – কমলিনী, পরিবেশক – দে’জ । বইটি দুটি পুরস্কার পায় – আত্মজা সাহিত্য সম্মাননা এবং ডলি মিদ্যা স্মৃতি পুরস্কার ।দ্বিতীয় বই – রূপকথা নয় (২০১৮)। প্রকাশক –কমলিনী ।তৃতীয় বই – অনির্বাণ ও মুখবই । গল্প সঙ্কলনটি প্রকাশিত হয়েছে – অশোকগাথা প্রকাশনী থেকে (২০১৯) ।চতুর্থ গল্প সঙ্কলন – যে গল্পের শেষ নেই (২০২০) । প্রকাশক – কমলিনী ।
বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখির সঙ্গে বর্তমানে শ্রীচরণেষু পত্রিকার সম্পাদক ।
উপলব্ধি
সত্যি নয় একটা মিথ্যে পৃথিবীতে
ঢুকে দরজায় খিল আটকে দিয়েছি
নাকি এটাই সত্যি পৃথিবী !
বাকীটা ছিল অভিনয় , নিজেকে নিপুন
ভাবে সাজানো আস্ত একটা ভাঁড়
শুধুমাত্র নিজেকে গুছিয়েছি দিবারাত্রি
ভাবিনি তোমার , তোমাদের কথা
আকাশের নীল , অরণ্যের সবুজ রঙে
সাজিয়ে নিয়েছি জীবনের রঙিন দেওয়াল
প্রমানপত্র স্বরূপ ছবি তুলে রেখেছি
সেই ছবির সঙ্গে এখন কথা হয়
বাইরে যাওয়া বন্ধ , বাইরে মৃত্যু ভয়
আমার আশেপাশে দেওয়াল , ছাদ
ঝুলবারান্দা দিয়ে দেখি দাঁত বের
করে হাসছে জনশূন্য রাস্তা সঙ্গে দোসর
ল্যাম্পপোস্ট , ফিসফিস করে গণকবর
আমি চমকে দেখি শহর নয় অরণ্য
পলাতক কৃষ্ণচূড়া আমার জানলায়
এসে ডাকে “ আয় সেলফি নিবি !
সত্যি পৃথিবীর প্রমান রাখবি না !
তোরা মিথ্যে পৃথিবী নিয়ে বাঁচতে ভালবাসিস ।
সাহস থাকলে এবার নতুন ভাবে বাঁচিস” ।।