ভগ্ন
ভগ্ন হৃদয়ে গড়ে ওঠা এক চিলতে ভালোবাসা,
কষ্টের আগুনে বড় হওয়া—–
মনে যে বড়ই আশা,
চুরমার জীবনে, শান্তি খুঁজে পাওয়ার।।
অশ্রু জলে গড়ে উঠা/জন্ম নেওয়া—এক চিলতে ভালোবাসা,
দাগ নেই তাতে, তাই এত গভীর,
ভয় নেই তাই, হারিয়ে যাওয়ার ও হারিয়ে ফেলার,
ঠিক মায়ের কোলের মতো,
বড়ই নিরাপদ আশ্রয়,
কত আয়োজন, কত হুল্লোড়,
তবু যদি ধরা পড়ো এই পণপ্রথার মাঝে
তাহলেই নিভে যাওয়া আগ্নেয়গিরিতে।
কষ্টের ফাঁকে জ্বলবে আগুন
আবার এই বুকের মাঝে।
হবে পণপ্রথার লেলিহান শিখায়
পরিপূর্ণ জীবন দহন।