জন্ম কলকাতায় । পেশায় অধ্যাপক । এ পর্যন্ত কবিতার বই সাতটি । ধর্ম নেই, কোকাকোলা নেই (২০০২), দুই পা আগে, এক পা পিছে...(২০০৫), ব্ল্যাকহোলের বাকি অংশ (২০১০), প্যারানইয়া (২০১৭), ২০ জুনের ডায়েরি (২০১৭), ফিল্মবাফ (২০১৮), নিচু গিলোটিন (২০১৮)।
‘নিচু গিলোটিন’ বইয়ের জন্য পেয়েছেন ‘কবিতা কুটির’ সম্মান ।
নিঃস্ব আত্মার ওভারড্রাফট
১
এখন ঝড়ও শান্ত । পান্ডুলিপি প্রস্তুত রয়েছে ।
বিষভর্তি দুধের বাটি নীলকন্ঠ গিলে ফেলে রোজ…
কুয়াশা । মসজিদ থেকে আজানের সুর ভেসে আসে
বুড়ো পর্যটক আজও শুধুই তোমাকেই ভালোবাসে…
ট্যাক্সির ভিজে কাচ । পিছল রাস্তাও ছুটে যায়
কোন্ অনন্তের দিকে, কেউ তার হদিশ রাখে না !
মলিন সুইংডোর । ধোঁয়া-ওঠা ‘বারিস্তা’-র কফি
তেতো লাগে । সে হয়তো কিছুক্ষণ আগে
এই ফুটপাথ ধরে হেঁটে গেছে । কে তাকে ফেরাবে ?
কে তার উড়ন্ত চুলে মুখ ডুবিয়ে চুমু খায় আজ ?
অস্তসূর্য ডুবে গেছে । ফেরার সময় পাখিদের…
সে এই মুহূর্তের ভরকেন্দ্রে স্থির হয়ে আছে !
দিক্ভুল ক্যালেন্ডার তারিখ বদলায় প্রতিদিন…
২
এই পথ না ফুরোক । এ সরণী অন্তহীন হোক
এ রাস্তা ধূসর হোক রাধিকা আপ্তের শিরোনামে
ট্যাক্সি-রাইডের ফাঁকে কিছু না-বলা কথাও থাক
আমার ক্লান্ত আঁখিপল্লবে তোমার ছোঁয়া লেগে
শান্ত বিস্ফোরণ হোক । আর কোনো পিছুটান নেই
আমি কালো নরকের দরজায় খিল দিয়ে এসেছি
দেখি, স্থিরচিত্র থেকে ঝরে যায় অদৃশ্য জোনাকি
জীবনের প্রতিটা বাঁকে ম্যাজিক অপেক্ষায় থাকে !
আর কোনো দূরের গ্রহে স্বাতী নক্ষত্রের জল ঝরে :
নিয়ম না-মেনে রোজ ইতিহাস গর্ভবতী হয়…
আমিও অচরিতার্থ জাদুর অবৈধ সন্তান
মুহূর্ত চুরমার করে তোমার দু’হাত ধরতে চাই…