শহরে পতাকা ওড়ানো মানা
আঁচল উড়িও না ছাদে
চারদিকে অদৃশ্য চোখ আর দূরবীন,
এফোঁড় ওফোঁড় ক’রে দেবে গভীর রাতে
পুলিশের সন্দিহান চলাচল
তোমার বুকের কাপড় সরিয়ে খুঁজবে
স্বামীর হাতের ছাপ যে বিপ্লব চেয়ে ফেরারি,
ভাতের হাঁড়িতে বোমা ; ক্ষুধার্ত বাচ্চার কান্নায়
নাশকতার কোনও পূর্বাভাস আছে কিনা !
ওরা মুখ আর যোনি সেলাই ক’রে
থামাতে চায় দাবি, প্রশ্নের অধিকার
এরপরেও যদি শখ জাগে বিপ্লবের
তাহলে ঋতুস্রাবে-ভেজা কাপড় উড়িয়ে দিও।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন