• Uncategorized
  • 0

কবিতায় অমিয়কুমার সেনগুপ্ত

জ্ঞানপাপী

এখনো গদিতে কেন! নদীতে জল বা বালি যা থাকুক কেন
তোমাকে নামতে হবে নদীর গভীরে ।
দুই তীরে
অসংখ্য গাছের সারি। হারি-জিতি নাহি লাজ জেনে
তোমাকে থাকতে হবে বসে
ওইসব গাছের তলায় । আর, চলায়-বলায়
মানবিক হতে হবে মূল্যবোধের অঙ্গীকারেে। যারা পারে
তাদের মতন তুমি নও বলে এহেন নির্দেশ
তোমাকে দিলাম ।
যত মত তত পথ —- জেনেও জানোনি। তাই তোমার কী নাম
জানা দরকার । এই টাকা মাটি মাটি টাকা —- অর্থটা না বুঝে
মাটির প্রতিমা পূজে-পূজে
নিজের মায়ের সাথে বিচ্ছেদ ঘটাও, নিবারণ!
মায়ের সমান হয় মায়ের আদর?
গায়ে যার জড়ানো চাদর
সে মানুষ,  সে-ই যদি মাতৃমূর্তি হয়, সে প্রতিমা
তোমার-আমার ঘরে আলোর সঞ্চার করে, সীমা-পরিসীমা
থাকে না আনন্দবোধে! ক্রোধে তার সমূহ বিনাশ!
নদীতেই নামো। জল-বালি যা-ই থাকুক না কেন
একটু গভীরে গেলে জল পাবে। সে তোমার মা।
তার পায়ে মাথা ঠোকো। যতটা রক্তাক্ত হবে তুমি
তার চেয়ে বহুগুণ ভালোবাসা পাবে….
নিবারণ, জ্ঞানপাপী তুমি । সবকিছু হেলায় হারাবে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।