লেখালেখির সুবাদে কয়েকবার বর্ষসেরার সম্বর্ধনা পেয়েছি। দেশ পত্রিকা, কবিসম্মেলন, মাসিক কৃত্তিবাস সহ বিভিন্ন পত্রিকায় নিয়মিত লিখি। ২০১৯-এ প্রকাশিত কাব্যগ্রন্থ 'যদি আড়াল সরে'র জন্য- যূথিকা সাহিত্য পত্রিকার কাছ থেকে 'নীরেন্দ্রনাথ স্মৃতি পুরস্কার-২০১৯ মনোনীত হয়েছি।
অবাধ্যতা
সমস্ত পরিধি জুড়ে ছড়িয়ে আছে কাঁকড়ারা
কি তাদের বয়স? নেই কোন হেলদোল
যদি পেরিয়েও যায় পুরু ত্বকের পাহাড়,
চতুর অক্ষরবাসে ঘনিয়ে আসে যে ভার্চুয়াল গহ্বর
সেখানে ঘুমিয়ে পড়ে রংহীন দৃশ্যমানতা।
এবার তুমি উঠে বসবে বাঘের চওড়া পিঠে
আড়চোখে দেখে নেবে চলতি হাওয়ার সংবাদ
নিজস্ব অভ্যেসের দেয়াল থেকে সরে গিয়ে
হয়তোবা গড়ে তুলবে নতুন চরিত্রের সহবাস
আর ঠিক এখানেই তোমার অভিনয়ের জুটবে মান্যতা।
তবে কী সরলতার চন্দনমুখ সরে যাবে সুদূর গ্রহান্তরে
তবে কী প্রচন্ড দাবদাহের পিছনে ঘনাবে না মেঘমায়া?
ভাবতে সময় নিয়ো, দিকে দিকে ছড়িয়ো অক্ষরনামা
শুধু কোন অবসরে ক্লান্তিকে সরিয়ে দিয়ে
ছায়ার ঘেরাটোপে নতুন শরীরে দিয়ো সবুজ অবাধ্যতা।