কবিতায়ণে সৌম্যদীপ চক্রবর্তী

জীবনদীক্ষা

ডারউইনবাদের ক্রম বিবর্তন চোখের সামনে দেখেছি;
স্পর্শ করেছি তাকে, প্রেমে-অপ্রেমে, শব্দে-নৈশব্দে অব্যয়ের মতন।
কালনেমির মুক্তোভাগ, তো কেবল ব্যকরণীয় শব্দবন্ধ নয়;
দুদণ্ড হলেও,তা ছুঁয়ে গেছে আপনাকে-আমাকে,
কফিসপে বা নিভৃত কোন অবসর যাপনে।
পরিবর্তনের ধারাপাতে, কতবার জানা নামতার ফল
দুই এক্কে তিন হয়ে গ্যাছে, নিজেরই অজান্তে;
তবুও হ্যাঁ এবং তবুও, অনেক না পাওয়ার মাঝেও,
কিছু কিছু হিরণ্ময় চাহনি,
অব্যাহত রেখেছে আহ্নিকগতির সাবলীল ধারাকে।
মনখারাপের রাত বা অলসদুপুরের নির্বাসন শেষে;
শরত সূর্যের মেঘভাঙা আলো আর চৈতালী সন্ধ্যার আকাশময় ছায়াপথ-
আমায় শিখিয়েছে- মনই হ’ল ম্যাজিক মন্ত্রর খেলাঘর
আর জীবন, সেতো সাতরঙে চুবোনো রামধনুর বর্ণদ্যুতির আকর ছাড়া কিছুই নয়।
শুধু মেঘ আর বাস্প।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।