ঘুম ভেঙে দেখি
ঘরময় ছড়িয়ে রয়েছে ভেঙে পড়া শব্দের টুকরো
শুনলাম কাল রাতে ভাঙতে ভাঙতে গড়িয়ে পড়েছে দ্বাদশীর চাঁদও ..!
আমি যত্ন করে ছড়িয়ে পড়া শব্দদের কুড়িয়ে নিয়ে গেঁথে ফেলি মালা
ভালোবেসে তার নাম রাখি কবিতা ..
তুমি বলতে –
কবিতা হল অনুভূতির শব্দ দিয়ে লেখা জীবনের উপপাদ্য
আচ্ছা , তবে কি কবিতাও ভাঙে ?
ভাঙতে ভাঙতে দ্বাদশীর চাঁদের মতোই অভিমানে গড়িয়ে পড়ে অনুভূতিরাও !!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন