এইসময়ের লেখায় রতন বসাক

দয়া করে নিজের ও সবার ভালোর জন্য স্বার্থ ছেড়ে ভাবুন এবং এগিয়ে আসুন

এই মুহূর্তে বিশ্ব এক ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে চলেছে । করোনা নামক এক ভাইরাস চীন থেকে উৎপত্তি হয়ে বিশ্বের সব জায়গায় ছড়িয়ে গেছে ইতিমধ্যেই । যার কারণে অনেক মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যু বরণ করছে । মানুষ ছাড়া অন্য কোন প্রাণী এই ভাইরাসের আওতায় আসছে না । এত দ্রুত সংক্রামন আর মৃত্যুর আশঙ্কা দেখে মনে হচ্ছে মানুষ জাতির অস্তিত্ব সংকটের সম্মুখীন হতে পারে এই পৃথিবীতে ।
এর আক্রমণ থেকে বাঁচার আপাতত একটাই পথ পাওয়া গেছে, সেটা হলো ঘরে থাকুন ভালো থাকুন । ম্যান টু ম্যান সোশ্যাল কন্ট্যাক্ট দূরে রেখে এর বিস্তারের চেইনকে নষ্ট করে ফেলা । তাই প্রত্যেক দেশেই সরকারি নির্দেশও কঠোরভাবে দেওয়া হয়েছে সাধারণ মানুষকে মানার জন্য । আর যারা ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে তাদের আলাদাভাবে রেখে চিকিৎসা করারও ব্যবস্থা করা চলছে ।
এই কাজে যারা সবার আগে এগিয়ে এসেছেন তারা হলো ডাক্তার ও নার্স । নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এনারা দিনরাত আক্রান্তদের চিকিৎসা করে চলেছেন । চিকিৎসা করতে করতে অনেকের আবার আক্রান্তও হয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে । কর্মসূত্রে এনারা আবার নিজেদের বাড়িঘর ছেড়ে এসে অন্য জায়গায় ঘর ভাড়া নিয়ে থেকে চিকিৎসার কাজ করে যাচ্ছেন নিরলস ।
দুঃখের বিষয় হলো এই যে এইসব ডাক্তার ও নার্সরা ডিউটি করার শেষে যখন বাড়িতে ফিরে যাচ্ছেন । তখন তাদের ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না কিংবা বাড়ি থেকে বেরিয়ে যেতে বলা হচ্ছে মালিক এর দ্বারা । এর চেয়ে চরম দুর্ব্যবহার ও অমানবিকতা আর কি হতে পারে ? যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের সেবা করে চলেছেন তাদের এই অবস্থা !
ঘরের বাইরে ম্যান টু ম্যান যাতে কন্ট্যাক্ট না হতে পারে । তার জন্য প্রশাসন বিভাগ থেকে যথেষ্ট তৎপরতার সঙ্গে ২৪ ঘন্টা কাজ করে চলেছেন । সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রাখার জন্য । তারাও নিজেদের ঘর ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সবার জন্য আরাম ছেড়ে এসে কাজ করে চলেছেন । তাদের সাথে অনেকেই ইতিমধ্যে খারাপ ব্যবহার করেছে । দুই একটা অপ্রীতিকর ঘটনা ছাড়া তারা যথেষ্ট দায়িত্বের নিয়ে তৎপরতার সঙ্গে কাজ করছেন ।
আজকের সমাজে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষই নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না । প্রয়োজনের তুলনায় বাজারের থেকে অনেক বেশি জিনিসপত্র কিনে ঘরে বোঝাই করছে, অন্যের কথা একবারও না ভেবে । এর ফলে কৃত্রিম অভাবে সৃষ্টি হচ্ছে, যার কারণে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে । এছাড়াও কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগের সদ্ব্যবহারও করে নিচ্ছে ।
অনেকেই এটা বোঝার চেষ্টা করছেন না যে সমাজে একা একা বেঁচে থাকা যায় না । আমি যদি ভালোভাবে বাঁচতে চাই, তাহলে অন্যের সাহায্য ছাড়া সেটা সম্ভব নয় । সবাই ভালো থাকলে তবেই আমিও ভালো থাকতে পারবো, এই ধারণাটা অনেকেই মানেন না । সমাজের কিছু মানুষ  স্বার্থান্ধ এতটাই হয়ে গেছে যে, নিজের ভালোর জন্য অন্যের ক্ষতি হলেও তাঁরা তার জন্য এক পা’ও পিছিয়ে যায় না ।
ধরুন আমি কিংবা আপনি শুধুমাত্র এই পৃথিবীতে বেঁচে গেলাম, বাকি সবাই মরে গেল । তাহলে কি আমি কিংবা আপনি একা বেঁচে থাকতে পারব আর জীবনে সর্ভাইভ করতে পারব ? বেঁচে থাকতে গেলে সমাজে প্রত্যেকেরই প্রয়োজন পড়ে প্রত্যেকের । তাই নিজে বাঁচুন এবং অন্যকেও বাঁচার সুযোগ করে দিন দয়া করে । নিজের স্বার্থের জন্য অন্যকে অন্যায় ভাবে প্রতারিত করবেন না সুযোগ বুঝে । সবাই বাঁচলে তবেই আমিও বাঁচতে পারব, এই ধারণাটা মনের মধ্যে মেনে নেওয়ার চেষ্টা করুন প্লিজ ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।