উৎসব সংখ্যায় দুটিকবিতা – আবদুস সালাম
by
·
Published
· Updated
বন্যা
মেঘদের ডানায় ভর করেছে বৃষ্টি
থই থই জল
উদ্বেগের সংসারে কোলাহল বাঁশি বাজায়
অনুভূতির মই বেয়ে উঠছে যন্ত্রণা
আকাঙ্ক্ষারা তুলেছে পাল
দুর্যোগের সীমানায় বন্দী মিথ্যার সংসার
দুর্যোগের আশ্রয় ভেসে যায় ঝড়ে
উড়ে যায় মেধাবী ভ্রম
তূলোরা খেলা করে প্রহর জুড়ে ।
২.
স্বাধীনতা
স্বাধীনতা ডানা মেলে ওড়ে
পাড়ায় পাড়ায় ঘুরে তুলে আনি স্বপ্ন_
ক্যাসেটে বাজে বীরসেনানীর গৌরব- গাথা
মঞ্চে মঞ্চে কথার ফুলঝুরি ছোটে বুনে দিই রূপকথা
ঝাঁকে ঝাঁকে প্রজাপতিরা ওড়ে
হাঁড়িয়া আর চুল্লুর বোতল ঢুকে পাড়ার অন্দরে। কাপড় খুলে যায়
সান্ধ্যভূত পাড়াতে নামলে
তাজা রক্ত, মাংসের গোঙানি উঠে আসে
আদিবাসী পাড়ায় স্বাধীনতার উনুনে সিদ্ধ হয় বিপন্ন হাহাকার
স্বাধীনতার পড়ন্ত রোদে আঁকি পরিত্রাণ
অসহিষ্ণুতার স্কুলে শিখি ভেক ধর্মের নবীনগাথা
ভনভনে মাছিরা আগলায় স্বাধীনতার কফ্ আর থুতু ।