কিভাবে জানিনা,
তবে আমার সমস্ত আকাশ আজও তার।
সবই যেন সে সাজিয়ে রেখেছে ,
তাই আর লিখতে পারিনা কিছুই,গাইতে পারিনা কিছই-
কারণ আমার হয়ে সব নজরুল লিখে গেছে!
আমাদের প্রেমে সে গান লিখেছে,বেদনায় সে কেঁদেছে বারেবার।
তাই আর কিছুই লিখতে পারিনা আমি,
তার দায় শুধু নজরুলের!
তাকেই জীবনের ধ্রুবতারা করে এগিয়ে চলেছি,
আমার হৃদয়কে ভরিয়ে তুলেছি সেই নজরুলে।