• Uncategorized
  • 0

উৎসব সংখ্যায় কবিতা – সুজয় দে

পুনর্জন্ম

মৃত্যুর পথ ধরে
পায়ে পায়ে এগিয়ে চলেছিল
একটা মৃত্যু পিপাসু জীবন …
পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল
সুখ , সম্পর্ক , স্মৃতির সহস্র মাইলস্টোন ।
একটা নিখুঁতভাবে বোনা দুর্ভেদ্য
অন্ধকারের চাদর জীবনের
শরীরের  যন্ত্রণা ঢাকতে ব্যস্ত …
প্রবল শীতে কাঁপতে থাকা
গাছেদের সারি আঁধার মেখে
শোনাচ্ছে বিদায় মন্ত্র ।
কান ভেদ করে ঢুকতে চাইছিলো
ভোর রাতে ঝরে পড়া শিশিরের শব্দ …
পিছনে ফিরবার পথ তখন
কুয়াশা করেছে রুদ্ধ ।
হাঁটতে হাঁটতে ছেঁড়া চপ্পল
গুলো ক্রমশ ভারি হয়ে আসছে …
একে একে করে সব পরিধান
জীবন হতে ধুলায় খসে পড়ছে ।
ঝিমিয়ে পড়া একঘেয়ে ক্লান্ত
জীবনটা ঠিক এবার মৃত্যুকে
আঁকড়ে ধরবে সেই …
হঠাৎ একটা বন্য মোম
জ্বলে উঠলো জীবনের সম্মুখেই ।
তীব্র আলোক শিখা
অন্ধকারের চাদরটা ছিঁড়ে প্রবেশ করলো
ভিতরে …
মুঠো ভর্তি আলো আর একটু হলুদ
উষ্ণতা মাখালো হিম হয়ে যাওয়া শরীরে ।
মৃত্যু পায়ের নিচে একটা
জীবন পেলো পুনর্জন্ম …
নব তেজে ফিরলো আবার জীবন
মৃত্যু পড়ে রইলো দূরে
আলোর রেখার পথে জীবন হলো আবার বিমগ্ন ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।