আমাদের প্রার্থনা গুলোকে এসো ভাগ করে নিই।
যেসব প্রার্থনা ঈশ্বরের কানে পৌঁছায় না ,সেগুলো নিশ্চয়
ঈশ্বরের বিচার্য নয়।
বরং সেই সব না প্রার্থনারা রাস্তায় ঝরে পড়ার আগে
কুড়িয়ে নিই চলো।
তারপর মাখিয়ে দিই ভালোবাসায়, বন্ধুতায়।
একেক করে সব রোগ গুলো সেরে যাবে এই আশায়।
একা ঈশ্বর এর সিংহাসনে মানুষ না হয় বসুক।
মানুষের মানবিক হওয়ার যোগ্যতা ঐশ্বরিক হওয়ার
থেকে কিন্তু কিছু কম নয়!
প্রার্থনাগুলো কেকের মতো কেটে নিয়ে পৌঁছে দিয়ে
ফেরার পথে দেখবে কোনো মৃত মানুষ নবজাতকের
কাছে , বেঁচে ফেরা সৈনিকের কাছে রেখে গেছে
জল,আলো ,বাতাস। গচ্ছিত নয়, ভোগ দখলের অধিকারে।
প্রার্থনা এরকমই হোক ,তোমার উচ্চারণে আমার বেঁচে থাকার প্রতিশ্রুতি।
ভাগ করে নিতে হবে আমাদের সদিচ্ছা অথবা স্বপ্নগুলি।