কয়েকটা মাইলস্টোন অতিক্রম করার পর
তুমি এসে থেমেছো প্লাটফর্মে
হলুদ সুতাটা ছিঁড়ে গ্যাছে তাই
আমাদের দেখা হওয়া বারণ
একটা প্রকান্ড প্রাচীর
মাঝ বরাবর জায়গা করে নিয়েছে
প্রাচীর গাত্রের ছোট্ট চারাগাছটাও শুকিয়ে গ্যাছে
তোমার হাতের স্পর্শ না পেয়ে,
স্টপেজ তৈরি হয়েছে
তুমি থেমে গ্যাছো
কিন্তু আমার তো কোন স্টপেজ নেই
শুধুই দৌড়… দৌড়… দৌড়…