এত এত মান-অপমান, শেকল শাসন
নত মাথায় মেনে নিয়ে,
তোমার মতো সারাজীবন বাধ্য সেজে থাকতে পারার মৃত্যু নিচ্ছি কই,
মা মোটেও আমি তোমার মতো ষ্ট্যাম্প দেওয়া সেই লক্ষী মেয়ে নই।
ফেলে এলাম মোহর, সোনা, ঘুষ দেওয়া সব রঙ আল্পনা,
আঁকড়ে ধরলাম বই,
মা মোটেও আমি তোমার মতো ষ্ট্যাম্প দেওয়া সেই লক্ষী মেয়ে নই।
লিঙ্গ বিভেদ মিটিয়ে নিতে
নারী পুরুষ সবাই আমার সমান মিতে,
সবাই আমার সমান কাছের
সখা এবং সই
মা মোটেও আমি তোমার মতো ষ্ট্যাম্প দেওয়া সেই লক্ষী মেয়ে নই।
রাত-বিরেতে বাইরে থাকার,
যখন খুশি বাড়ি ফেরার,
জীবনযাত্রা কেমন হবে এই আদর্শটা এক্কেবারে নিজের আমার
বাঁঁচবো নিজের স্বাধীনতায়, পাবো না তো আরেক জীবন, দায়িত্ব তার দৃঢ়চিত্তে একার দম্ভে বই।
মা মোটেও আমি তোমার মতো ষ্ট্যাম্প দেওয়া সেই লক্ষী মেয়ে নই।
কে আমাকে কোন আলোতে বিচার করে, কে আমাকে তাজ্য করে, কে আমাকে গ্রহণ করে,
কে দিচ্ছে কালি এবং কে আনছে মালা ঘটা করে,
এসব কথা পাত্তা দেবার এত সময় আমার কৈ,
মা, মোটেও আমি তোমার মতো ষ্ট্যাম্প দেওয়া সেই লক্ষী মেয়ে নই।
নিজের ছন্দে রাস্তা হাঁটি,
নিজের মন্দ ভালো বুঝতে পারি,
হুকুম মানি শুধুই নিজের
এবং নিজের বিবেক মেনে চলি,
সব অবিচার ঘুঁচিয়ে দিয়ে,
কোজাগরীর আলো আমি তোমার জন্য উপহারে আনবোই আনবোই,
মা মোটেও আমি তোমার মতো ষ্ট্যাম্প দেওয়া সেই লক্ষী মেয়ে নই ।।