উৎসব সংখ্যায় কবিতা – চৈতি
by
·
Published
· Updated
বন্ধন
বেঁধে রাখতেই পারো,
কিন্তু তবু জট খুলে
পালাবে না,
এ গ্যারান্টি কে দিতে পারে?
বিনিসুতোর বাঁধনে ছড়িয়ে দিয়েছি প্রেম
তাই নির্ভয় আমি এখন।
হয়তো ভাববে উদাসীন কিংবা অহংকারী
মন তোমার, ভাবনা তোমার
সময় জানে তার উপহার।
ভীষণ সত্যিতে বাঁচি, হারালেও জানি
থাকবে আপন।
ছড়িয়ে গেছে, শুকিয়ে গেছে তবু ……..
জ্বলন্ত গভীর আগুন।
এসো সেইখানে
বিস্তর বিশ্বাসী চাদর পাতা যেখানে,
শিকড় গেড়ে বসে আছি এক কোণে।
এসো শিল্পীর তুলিতে আঁকা বাগান হয়ে
ভাবনা বুনে, শব্দ ভরে সাজিয়ে দেব
শিল্পীর ভাবনা বয়ে!!