• Uncategorized
  • 0

“আমি ও রবীন্দ্রনাথ” বিশেষ সংখ্যায় বর্ণজিৎ বর্মন

অনুভবের বিশ্বকবি 

আমর অচল চেতনার জানালায় তুমি
বিশ্বদৃশ্য দেখার ধ্রুব চোখ খুলে দিলে ,
হাজার হাজার পথ হাঁটিতেছ -এ নিখিলে ,
জম্নের পর মনের অন্তরে ,তোমার ফসল ,বীজ
মন্ত্রের মতো নতুন কানে প্রবেশ করে ।
অনুভবের স্পর্শে আমি সুকোমল ভোরে পাখি ওড়া দেখি ,
চেতনার পরতে পরতে বিশ্বমায়া স্মৃতির সমুদ্রে
মুগ্ধতা ভরে ঢেউ খেলে যায় ।
 অতীত,বর্তমান , ভবিষ্যত-ভাবী পরজম্নের সিঁড়ি বেয়ে ,ভয় শূণ্য প্রদীপ জ্বলবে ,
শিরদারায় বিশুদ্ধতার ছয়গুণ পৈতে পরে
অন্তর্জাতিক বোধে স্নান সেরে নেই ।…
তারপর বিশ্বলয়ের পথে হাঁটি ,
গ্রামের মেঠো পথ কতো অপরূপ -রূপ
লুটোপুটি খায়,চিত্রিত শাড়ির ভাজে ভাজে –
শূন্য নদীর তীরে যাত্রার করিডর ক্যানভাসে কতো
কলরব ,কতো গোপন অসমাপ্ত কাহিনী ওড়াওড়ি করে
কি মায়ায় তারে শরীরী আঁকিলে ,
আপন কাঁচা প্রফাইলে ফুটে ওঠে
শত শত পাখির কলরব ..
নি:সঙ্গ নিবিড় বন মাঝে স্বপ্ন দেখি
 ঘুমে -অনুভবে বিশ্বকবি
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।