“আমি ও রবীন্দ্রনাথ” বিশেষ সংখ্যায় সাহানা পারভীন
by
·
Published
· Updated
কবি প্রণাম
সাজিয়েছিলাম আজও প্রতি বছর যেমন সাজাই-কবি প্রণাম-নৈবেদ্য ;
অঞ্জলি ভরেছি একে একে ভালবাসা, বিনম্র শ্রদ্ধা, শ্বেত শুভ্র মালা,
রজনীগন্ধার ডালা সুগন্ধি আগরবাতি অাল্পনা প্রদীপ মােমবাতি,
হৃদয় নিংড়ানাে কথামালা আকণ্ঠ কবিতা-গান-সে তাে তােমারই দান।
সবই তাে ছিল ঠিকঠাক বরাবরের মতাে।
অথচ
নিবেদন কালে দেখি ওমা একি! মৃত্যু মিছিল আহাজারি, লকডাউন
কোয়ারেন্টাইন, আইসােলেশন আশঙ্কা মহামারী, ক্ষার স্যানিটাইজার, মাস্ক, কর্মহীন ক্ষুধার্ত জীবনের কড়চা, অ্যাম্বুলেন্স, আইসিইউ,
সুরক্ষা পােষাক, অদৃশ্য বিষাক্ত ছোঁয়াচ ভরে আছে অঞ্জলি আমার !
সাবান জলে ধােয়া হাতে আরও আছে কান্না স্নাত বিশুদ্ধ বাতাস,
সাগরের নীলাভ আহবান, আকাশের স্বস্তিশ্বাস, পাহাড়ের সবুজ গ্রীবা,
সবুজ বনানির হাতছানি দিশাহারা পাখিদের কানাকানি আশার বাণী,
অনাগত আগামীর স্বপ্ন শত শত।
অগত্যা
বিলুপ্ত জঙ্গলে গৃহহারা শিয়ালের বেড়ে ওঠা গুল্মঝোঁপে গৃহসুখ,
পাখিদের কলতান, বন্ধ দুয়ারে নিস্তব্ধ পথের মুখরতা-নিঃশব্দের শব্দ,
সুখবাষ্প বাতাসে ঝাউবনের শনশন, শাল-গজরী নতুন পাতার কাঁপন,
সাগরে নদীতে গােপন সঙ্গম, নীলের সাথে গাঙচিলের লীলা-রতি,
আর নবজাতকের বাহুতে থাক নিশ্চিত বৰ্ম ফুড়ে দেয়ার চিহ্ন একাঘ্নী-
এইসব যাবতীয় এক পাহাড় শুভ সম্প্রীতি বাজিয়ে শাঁখ; পঁচিশে বৈশাখ,
নৈবেদ্য তােমায় দিলাম- কবি প্রণাম। তুমি নেবে তাে!