সূর্য যেমন আলো ছড়ায় সুদূর হতে পৃথিবীতে
রবির আলোয় আলোকিত বাংলা সাহিত্যে
আমার দৃষ্টিতে রবীন্দ্রনাথ অনন্য নিজগুনে
লিখেছিলেন তিনি শিশু-কিশোর বৃদ্ধ সবার জন্যে
আমার চোখে সহজ পাঠের প্রথম চেতনা জাগায়
শুরুতে আতা গাছে তোতা পাখি মুখস্তে জানায়
কবিতা গল্প গান সাহিত্যের অবদানে প্রাণের সঞ্চার
বিশ্ববন্দিত কবিগুরুর আখ্যানে বাংলা ভাষার প্রচার
জালিওনাবাগ হত্যাকান্ডে নাইট উপাধি ত্যাগে
দেশপ্রেমিকের অস্তিত্বে দেশমাতৃকার বন্দনাতে
জাতীয় সংগীত দুই দেশের ভারত শ্রেষ্ঠত্বের বিচারে
বাঙ্গালী প্রথম গর্বিত সৃষ্টিতে গীতাঞ্জলি, নোবেলে
ক্ষণজন্মা পুরুষ তুমি জন্মেছিলে ভারত ভূখণ্ডে
বিশ্বভারতী আজও দৃষ্টান্ত শিক্ষা ও জ্ঞানের প্রসারে
সময় বয়ে যাবে কালের নিয়মে তার নিজস্ব গতিতে
সৃষ্টি চিরস্মরণীয় দৃষ্টান্ত হয়ে বেঁচে থাকবে পৃথিবীতে