“আমি ও রবীন্দ্রনাথ” বিশেষ সংখ্যায় দুর্গাদাস মিদ্যা
by
·
Published
· Updated
কবির ব্যার্থতা
মোহমুক্তির যাবতীয় বেদনার স্তর
তির তির নেমে যায়। স্মৃতির কোটরে কারা যেন
খুট খুট করে যায় সারাদিন। আলাদিনের
আশ্চর্য প্রদীপ তার কথা শুনেছি অনেক তবু কোথায় যেন ঘাটতি থেকে যায় ।
বাতাসের মতো অস্থির কথাগুলো পেজাতুলো
হয়ে আকাশে ভাসে। ছুটে আসে অযাচিত
ঢেউ। কেউ কেউ বলে অনেক সময় পরে ঘরে
ফিরে এসো । বোসো কিছুকাল, তা না হলে
টাল খেতে খেতে একদিন বিলীন হবে
হেরে যাওয়া পৃথিবীর কাছে । যত কিছু
নেওয়ার ছিল ভেবে হাত কামড়েছ কতদিন
সে সব সত্য নয় তা যদি হয় তবে এত
অসহায় কেন এতোকাল ধীর নদীর মতো
বয়ে গেছ মসৃণ।কিছু ঋণ সে তো থেকে
যায় সময়ের কাছে শুধু বিষন্নতা নয় আনন্দেও বেঁচে থাকা যায় সেই
শিক্ষায় শিক্ষিত হতে হবে নতুবা কবি
মিথ্যে হবে যাবতীয় চেতনা তোমার ।
আর সে শুধু কবির ব্যার্থতা নয় সে তো
সমূহ পরাজয় এই পৃথিবীর।।