“আমি ও রবীন্দ্রনাথ” বিশেষ সংখ্যায় সঞ্জীব সেন
by
·
Published
· Updated
প্রেমে ও অপ্রেমে
মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে,,
(উৎসর্গ:রবীন্দ্রনাথ ঠাকুর)
ছোটবেলায় পড়া গীতবিতান এবয়সে এসে দারুণ ছুঁল
ছাদে উঠে এসেছি মেঘকে সঙ্গী করে
এবার দেখাও কোথায় তোমার সেদিনের প্রেরণা,উচ্চাশা প্রেমের প্রতি,
আমার মন আজ হংসবলাকার পাখা ওই ঘনঘোর আকাশে,
প্রতিটা ব্যর্থ প্রেম মানেই তো কৃষ্নচূড়াগাছ!
হাওয়ায় ঝরে পরে ফুল আর এই পতিত হওয়ার ভিতর একদিন তোমায় আকাঙ্ক্ষা করতাম
বুঝিনি কোথাকার মেঘ কোথায় ঘনায় ,কোথায়
গিয়ে বৃষ্টিপাত ঘটায়!
প্রেম কী গভীর মনোনিবেশ শেখায়, ব্যর্থতাতেও কী তাই!
দেখাও তোমার সেদিনের প্রত্যাখ্যান
শীর্ণ কিন্তু খরস্রোতা নদী
কিছুটা জল মুঠোও নিই
তুমি কী সে পথে আজও হেঁটে যাও
গীতবিতান নিয়ে বেচে আছি
প্রেমে ও অপ্রেমে
গীতবিতান দারুণ ছুঁয়েছে আছে আমায় ।