“আমি ও রবীন্দ্রনাথ” বিশেষ সংখ্যায় সঙ্কর্ষণ
by
·
Published
· Updated
রবি-ইন্দ্র
ঝুলছে ডগায় সূক্ষ্ম জীবন বিষণ্ন এক ঝড়
ব্যাপার বুঝেই নিদান এলো রবীন্দ্রনাথ পড়।
আসর জমাট বিতার্কিকেও খেয়ালখুশীর ঝোঁক
গানের বেলায় সবার চাওয়াই রবীন্দ্রনাথ হোক।
মেয়েটি কেবল একাই কাঁদে যাওয়ার গেছেই যাক
তার উপহার সব ফেলে দাও রবীন্দ্রনাথ থাক।
ফিরলো বাড়ি খেলনা ফেলে জানলা ধরে শিক
হাসলো মা এর কাণ্ড দেখো রবীন্দ্রনাথ ঠিক।
যখন তখন যাকেই ভাবো বাঁচার কিছুই নেই
আনমনে সে আঁকড়ে আছে রবীন্দ্রনাথকেই।
ঠাকুর মানো হাশর জমাও জ্বালাও নেভাও ধূপ
বামুন কাফের সবাই চেনে রবীন্দ্রনাথ রূপ।
পথের বিপদ শতেক বাধা ভয়াল জীবন জয়
হাজার মানুষ করুক কেউই রবীন্দ্রনাথ নয়।