“আমি ও রবীন্দ্রনাথ” বিশেষ সংখ্যায় তাপস মহাপাত্র
by
·
Published
· Updated
শান্তিনিকেতন
সব পুরাতন ভেঙে দিয়ে সবই যখন নতুন করে ভাবি
তখন আমার রবীন্দ্রনাথ, দুখের ভিতর অনন্ত সুখ খুঁজি।
তেমন পাড়ায় বছর শুরু ২৫শে বৈশাখ।
যে এলো তার হালখাতাতে,
যে গেল তার অন্তপুরে, তাঁর আঁখিতে-
চোখ মেলালে কে যেন দেয় ধরা,
তখন প্রাণে গীতবিতান বুনোফুলে ভরা !
বাহির পথে যে আল ধরে আলো আঁধার খেলা
একদিকে তার জোড়াসাঁকো, আরেকদিকে
শিলাইদহের বেলা।
সব পুরাতন ভেঙে গেলে
সত্যি যদি সবই আবার নতুন করে পাই,
তাতেই আমার ভুবনডাঙা, তাতেই আমার শ্রীনিকেতন, খোয়াই।