“আমি ও রবীন্দ্রনাথ” বিশেষ সংখ্যায় মৌসুমী চৌধুরী
by
·
Published
· Updated
তোমার ছায়ায়
কৈশোরের উঠোনে দামাল দাপাদাপিতে
তোমাকে পেয়েছি…
“হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে, দে রে—-/যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে।।”
সন্ধ্যাপ্রদীপের নরম আলোয়
তুমি এসে দাঁড়াতে।
মা গাইতেন, “আজি প্রনমি তোমারে চলিব নাথ, সংসার কাজে।”
স্পর্ধিত যৌবনে বুকে যখন অসহ্য তোলপাড়
শিরা-দপদপ-করা অনুভূতিগুলোয়
তোমারই প্রজ্জ্বলিত দীপ —
“ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো…”
জীবন অলিন্দে নীরবে আসে প্রেম।
আলতো পায়ের ছোঁয়ায় চৌকাঠে জেগে ওঠে
অজানা দ্বীপ, অদেখা রঙ।
নিভৃতে ডাক দাও তুমি অতল গভীরে—
“কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে—/ নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে।।”
জীবন ঘেঁটে উঠে আসে নারী
বুকে তার বিরহের মধুর মোম-গলন।
তুমি এসে ধরো হাতখানি তার—
“দুঃখের যজ্ঞ-অনলে-জ্বলনে জন্মে যে প্রেম/ দীপ্ত সে হেম,/নিত্য সে নিঃসংশয়,/
গৌরব তার অক্ষয়।।”
জীবন জুড়েই তোমার মায়াময় ছায়া …