প্রস্তর যুগের কোনো পাঠককে
আমি কী করে বোঝাব গীতাঞ্জলি
কী জিনিস , রবীন্দ্রনাথ কে ছিলেন !
তার দাঁত ও চোয়ালের গঠন দেখেলেই
বোঝা যায় , কাঁচা মাংস চিবানোতেই
সে অভ্যস্ত !
কলেজস্কোয়ারের সুইমিংপুলে
তখন ব্যাকস্ট্রোক, ফ্রি-স্টাইল…
কবিতা লিখেছেন
একঝাঁক তরুণতরুণী !