“আমি ও রবীন্দ্রনাথ” বিশেষ সংখ্যায় শাশ্বতী ভট্টাচার্য
by
·
Published
· Updated
বৈশাখ আর অসুখজীবন
১।
চোখ বুজে দেখতে পাচ্ছি, ছুটে যাচ্ছ তুমি
আলো থেকে অন্তহীন জলের গভীরে ।
শরীরে অক্ষর বর্ম , লুকানো কবচে
কবিতা রেখেছো ভরে ব্যাথার নিবিড়ে।
এমন ডুবুরি পেলে জলেও কল্পনা
দুলে ওঠে, ফুলে ওঠে, তীব্র হয় রাত।
অসুখে ভেজানো রোদ, মৃত্যুজোড়া মেঘে
বৃষ্টির আভাস পেয়ে বাড়াই দুহাত।
প্রবল ঝড়ের রাতে গীতাঞ্জলি বুকে,
পেরিয়ে চলেছি পথ, আলোর সম্মুখে।
২।
নাও,
তবে আরও বন্ধ করো পথ
আটকে রাখো শফর বা সন্তাপ
মৃত্যু যদি খরস্রোতা হয়
তুমিও তবে অদম্য উত্তাপ।
সে উত্তাপে ঘামঝরা মোমবাতি
রাত পুড়িয়ে নিয়ন জ্বালে পথে
মৃত্যু কোথায়, সামনে নদীর মতো
দাঁড়িয়ে আছো, প্রচন্ড এক স্রোতে।
নাও তবে এই দিলাম আমার ভয়
তোমায় ছুঁড়ে, ভাসিয়ে নিয়ে যাও,
বন্দী করো, বন্ধ করো আরও
এই অসময় আমাকে সামলাও।