“আমি ও রবীন্দ্রনাথ” বিশেষ সংখ্যায় বিনায়ক বন্দ্যোপাধ্যায়
by
·
Published
· Updated
মড়কে ফুলের রেণু
তােমায় ভয় পেয়ে সরিয়ে দিয়েছিলাম সেই ফুল
যা কালই আমার বাগানে ফুটবে
তােমায় ভালােবেসে হাত দিয়েছিলাম সেই মেশিনে
অন্ধকারে যার ভিতরে জন্ম নিচ্ছে তারা
তােমায় অগ্রাহ্য করে পা ফেলেছিলাম সেই শহরে
যেখানে প্রত্যেকটা চাকাই ক্যাসিনােতে এসে থামে
সমীহ করে বলিনি সেই কথা
স্মৃতি লুপ্ত হলেও যা ভােলা যায় না
গতকালের ধর্ম মেনে চলেছি আজকে মৃত্যুর নিয়মে বেঁধেছি জীবনকে
কুয়াশার ভিতর দিয়ে ডেকেছি সূর্যকে
সিঁড়ি দিয়ে নেমে যেতে বলেছি
স্বপ্নকে
যেখানে
বিভাজিত হচ্ছে কোষ
গুণ হচ্ছে রক্তবীজ
যােগ হচ্ছে অন্ধকার
বিয়োগ করে পাচ্ছি তােমায়
তুমি একটা জানলা খুলে দাও
ওইটেই আমার সুর
তুমি একটা পাতায় হাত দাও
সেই আমার বৃষ্টি
তুমি একটা পথ দেখাও
যার কোনও শুরু নেই…
নিয়ন্ত্রণরেখা পেরােতে পারেনি আমার কান্না
বিদ্যুতে উন্মােচিত হয়নি আমার আকাশ
ফ্রিজের বাইরে রাখলেই
বরফ যেমন নিজের ভিতরে অনুভব করে জল
আমি অনুভব করেছি
তােমার এক-একটা শব্দ…
মড়কের মধ্যেও একটা ফুলের রেণু
ঠিক পৌঁছে যাবে অন্য একটা ফুলে
এটুকুই জেনেছি
তােমার থেকে…
আমার জিভ থেকে বেরােনাে প্রথম শব্দটা আসলে আমার নয়
আমার জন্মের আগে তার একটা নাম দিয়েছ তুমি।
তার জন্য রেখে গেছ একটা পৃথিবী।
যা আমার
নিশ্বাসে পুড়ছে
চোখে ভাসছে
গলায় জেগে উঠছে।
আবার…