আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ সংখ্যায় দিশারী মুখোপাধ্যায়
by
·
Published
· Updated
ইংরেজি ক্যালেন্ডারে বাঙালির জমি
জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত
সবকটা মাসই ইংরেজদের
সেকারণে স্বভাবতই ফেব্রুয়ারিও
তার দিনসংখ্যা আঠাশ কিংবা উনত্রিশ
যে বছর যেমনই হোক না কেন
তারিখগুলোও ইংরেজদেরই
গোটা পৃথিবীটা তাদের কোট প্যান্ট টাইকে
যেমন লেহন করে
তারিখগুলোকেও তেমনই
জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত
৩৬৫ দিনের মধ্যে
একটাদিন কিন্তু বাঙালির
শুধুমাত্র বাঙালির
পৃথিবীর আর কোনো দেশের
কোনো জাতির , কোনো ভাষার
নিজস্ব কোনো তারিখ নেই ক্যালেন্ডারে
এমনকি ইংরেজদেরও নেই একুশে ফেব্রুয়ারি