• Uncategorized
  • 0

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ সংখ্যায় পার্থ সারথি গোস্বামী

ভাষা দিবস

২১ আল্যেই হুদক্যে উঠে
মাতৃ ভাষার আনখা টান –
বাংলা লিয়ে দেদার ভাষণ
গাইছি বাংলা ভাষার গান ।
সকালের লে রাইতের তক
বলছি খাচ্ছি আংরেজি –
বেডটি খাইয়ে তুলছি ঢেকার
ভুল্যে ভাত পকড়া পিঁয়াজি ।
ছানাট উঠ্যে বলছ্যে পাপা
সকাল বেলায় গুডমর্নিং
রেইতের বেলায় হবেক ডিনার
বেরেকফাস্টে চাউমিন ।
ঝুঁঝকা ভোরে যাবেক ইস্কুল
তার মিডিয়ামট আংরেজি
অংক ভুল্যে ম্যাথ কৈরব্যাক
টিক-ডাং ভুল্যে পাবজি ।
ভুইল কৈরে বলেই যদি
পইড়তে হবেক নামতাট
চোখ পাকাইয়ে বলে মামী
টেল টেবিল মাই বেটা ।
মামীর আবার বিরাট হুকুম
ফুরুট খাবে আফটার লাঞ্চ
অরেঞ্জ এপেল রেগুলারলি
ভাত মুড়হির আর নাই চান্স ।
তিনিও কভু কাটেন হেয়ার
শপিং করেন অনলাইন
গ্রসারীও মান্থলি কিনেন
লাগ্যে মুখে ওহ , ফাইন ।
ও গো , হ্যাঁ গো বাতিল হইয়ে
বর হইয়েছে হাবি , বেবি –
ডাইকলে সাড়া দিবেকট কে
খুঁইজে না পায় বাপ-ছা-ডগি ।
কত্তাবাবুও ভালই রসিক
দেখেন হিন্দি ফিলিম, সিরিয়াল –
স্যুট আর বুটে ডিউটি করেন
সাইন মারেন ইনিশিয়াল  ।
উইকএন্ডে আউটিং এ যান
স্টিয়ারিং হাতে লং-ড্রাইভ
টিভিতে বস্যে EPL দেখেন
হাইলাইটস কিংবা হোক লাইভ ।
গটা বছর যাই করিন
এই একট দিনেই আমরা চাষা
বুক থাবড়াই বইলব আবার
“আ মরি বাংলা ভাষা” ।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।