• Uncategorized
  • 0

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ সংখ্যায় অমিতাভ দাস

একুশে ফেব্রুয়ারি

আজো আমরা বাঙালীই আছি
বাঙালীই থাকবো ।
বাংলা আমার মাতৃভাষা
এই গর্ব আর বিপুল প্রশান্তি নিয়ে বাঁচি ।
যে বাংলায় কথা বলে ,
বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন ,
সে আমার ভাই ।
আমাদের একজন রবীন্দ্রনাথ
একজন নজরুল
একজন শামসুর রাহমান
একজন হুমায়ুন আহমেদ আছেন…
আমার মনের ভিতরে
বঙ্গজননীর আসন পাতা
আমার মনের ভিতরে কোনো কাঁটাতার নেই
আছেন লালন এবং রামপ্রসাদ ।
আমি বাংলায় তোমাকে লিখি
বাংলায় নিজেকে অনুবাদ করি ।
আমার ভালোবাসার চোখে কেবল
বাংলার শ্যামল অভিমান ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।