• Uncategorized
  • 0

অনুবাদে শুভঙ্কর দাশ

প্যাটি স্মিথ

প্যাটি স্মিথ রক অ্যান্ড রোলের সাথে বহুদিন জড়িয়ে আছেন। প্রাথমিক  ভাবে একজন ফ্যান হিসেবে তারপর একজন লেখক হিসেবে একসাথে কাজ করেছেন স্যাম শেফার্ড, টম ভারলেনের সাথে। নিউ ইয়র্ক কবিতার জগতে এক ভয়ানক তারুণ্য আর ‘ক্রিমের’ সাংবাদিক হিসেবে তিনি কাজ করতেন। ১৯৭৩-র নাগাদ তিনি কবিতার পারফর্মেন্স শুরু করেন স্টেজে। সঙ্গে ছিলেন বিট কবি অ্যান ওয়াল্ডম্যান আর ডিক হিগিন্স। তিনি ছিলেন ত্রিস্তঁ জারা আর লিটল রিচার্ডসের  মাঝামাঝি কিছু একটা। চুল ঝাঁকিয়ে, কোমর নাচিয়ে তিনি তাঁর  কবিতা সুর করে গাইতেন। তাঁর প্রথম সিঙ্গল ‘পিস ফ্যাক্ট্রি’ (মুতের ফ্যাক্ট্রি) পাঙ্ক জেনারেশানের প্রথম দিকের লোকজনকে উৎসাহিত করে। তারপরের রেকর্ডগুলো প্রত্যেকটাই অন্য রকম সেই স্বাধীনতার কথা বলে।

তিনি একাধারে কবি, গদ্যকার, গায়ক, পারফর্মেন্স আর্টিস্টও। তাঁর বিখ্যাত বইগুলোর কয়েকটা হলো ‘এম ট্রেন’, ‘জাস্ট কিডস’, ‘ইয়ার  অফ দা মাঙ্কি’।

ভেরা জেমিনি

 

তুমিতো সেরকম মেয়ে

যাকে আমি খুঁজে পেতে চাই

আমার আয়নায়

আমার আয়নায়

তোমার চোখ সরে গেছে আমার থেকে

সবাই দেখেছে তোমার কাণ্ডকারখানা

কীভাবে তুমি পিছলে গেলে আমার নীচ থেকে

ভয় পাওয়া একটা স্কুইডের মতো

কিছুটা মিথ্যে আর নিরাবেগে

পুরো জনতাই জানে

তুমি করেছ এটা

ওহ আর কোনো ঘোড়া ঘোড়া খেলা নেই

তুমি সাঁতরাবে মাছের মতো

সেই গর্তে যেখানে

আমাকে ছেড়ে যাবে ভেবেছ

আমি ছিলাম তোমার শিকার

আমাকে ভালোই ভুলকি দিয়েছিলে তুমি

নরক তৈরি হয় অনুশোচনায়

আর আমাকে তো ভিড় করে আছে ওরা

তোমার খালি গলার ত্বক ভালো লাগে আমার

আর সব মিথ্যেগুলো যেগুলো তুমি আমায় বলেছ

তুমি দুমুখো নও

তোমার আছে দুটো মুখ

পরীর মতো সেই মুখে

শয়তানের চিহ্ন আঁকা

তুমি আমাকে ভরে দিয়েছ প্রতিহিংসায়

আমাকে ছুঁয়েছ তোমার নিশ্বাস দিয়ে

ভেবেছ আমাকে জাস্ট ফেলে দিয়ে চলে যাবে

কিন্তু সে আশা তোমার পূর্ণ হবে না

ওই নাচের থেকে তোমাকে আমি টেনে আনব

কত সহজে তুমি মোচড় খাও ভেসে চলো

আমি লাগাম সামলাব আমার মুষ্টিবদ্ধ হাতে

আর ঘোড়া ঘোড়া খেলা নয়

তুমি সাঁতরাবে একটা মাছের মতো

সেই গর্তে যেখানে

আমাকে ছেড়ে যেতে চেষ্টা করেছিলে তুমি

ও আমার সুন্দরী ভেরা

রেডন্ডো সমুদ্র সৈকত

—————

বিকেল গড়িয়ে যাওয়া স্বপ্ন হোটেল

আমাদের ঝগড়া তোমাকে চলে যেতে বাধ্য করেছে

আমি তোমাকে খুঁজছিলাম তুমি কি সেই চলেই গেলে

তোমাকে ফোন করলাম আরেকটা মাত্রা

তুমি আর ফিরে এলে না ওহ তুমি জানো আমি কী বলতে চাইছি

আমি তোমাকে খুঁজতে গেলাম তুমি কি সেই চলেই গেলে

মহাসাগরের ধার এত বিষণ্ণ

মেয়েরা সব দাঁড়িয়ে আছে মুখে আতঙ্ক নিয়ে

দুঃখের বিবরণ ওহ আমি তোমাকে খুঁজছিলাম

প্রত্যকে গানের মেয়ে যারা হেরে গেছে

রেডন্ডো সমুদ্র সৈকতে আর প্রত্যেকেই এত বিমর্ষ

আমি তোমায় খুঁজছিলাম তুমি কি সেই চলেই গেলে

প্রত্যেকেই ছোটো সোনা মেয়ে সব কাঁদছে

মেয়েটি মিষ্টি-আত্মহত্যার শিকার

আমি তোমাকে খুঁজতে গেলাম তুমি কি সেই চলেই গেলে

মহাসাগরের ধার এত বিষণ্ণ

মেয়েরা দাঁড়িয়ে আছে সব মুখে তাদের আতঙ্ক

দুঃখের বিবরণ ওহ আমি তোমাকে খুঁজছিলাম

ডেস্ক ক্লার্ক আমাকে বলল মেয়েটি বড় বিমর্ষ

এখন ছোটো একটা পরী আপেল সোনালী চুল নিয়ে

আমি তোমাকে খুঁজতে গেলাম তুমি কি সেই চলেই গেলে

আমি আমার চাবিটা নিয়ে উত্তর না দিয়ে

আমার ঘরে গিয়ে কাঁদতে বসলাম

তুমি ছিলে ছোটো একটা পরী তুমি কি সেই চলেই গেলে

মহাসাগরের ধার এত বিষণ্ণ

আমি সেখানে দাঁড়িয়েছিলাম শুধু মুখে আতঙ্ক নিয়ে

শবযান চলে গেল

যে মেয়েটি মারা গেছে সেতো তুমি

তুমি আর কখনো ফিরবে না আমার বুকের ভেতর

কারণ তুমি সেই চলেই গেলে

কখনো ফিরে আসবে না আমার বুকে

কারণ তুমি সেই চলেই গেলে

চলে গেলে চলে গেলে চলে গেলে চলে গেলে

গুড বাই

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *