অনুবাদে অনিন্দ্য রায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated

জন্ম ১৯৭১, বাঁকুড়া
নব্বই দশক থেকে লেখালেখি শুরু
পেশা:চিকিৎসক
প্রকাশিত বই: তিরিশে ফেব্রুয়ারি, স্পার্ক অ্যাভেনিউ, কাগজের হারপুন
হাইকু
জর্জ স্বেদে
৪১
বসন্তের প্রথম উষ্ণ দিন
আমার ছায়াকে নিয়ে
হাঁটতে বেরলাম
৪২
একটি দীর্ঘশ্বাস তার
তারপর আমার একটি –
উল্টে গেল পৃষ্টা দুটি
৪৩
অসুখী বউ
কাদার ওপর
সাইকেল চালাচ্ছি
৪৪
দীর্ঘ ট্রেন
গরুরগাড়িগুলোর ফাঁকে
দিগন্তসূর্য মিটমিট করছে
৪৫
সন্ধ্যার ছায়ারা
শরতের বাজার ভরিয়ে রেখেছে-
ডেকে ওঠে অবিক্রিত হাঁস
৪৬
শুকনোর দড়িতে
কিশোরীর ব্রা
আধখানা চাঁদ
৪৭
ঝড়ো হাওয়া
মাকড়সা
নিজের সৃষ্টিকে আকড়ে ধরে
৪৮
আলোচনার সময়
এক ছাত্রের আপেলে
কচমচানি
৪৯
অধ্যাপক যখন বলেন
তাঁর টাঁকের এলাকা শুধু
উজ্জ্বল হয়
৫০
প্রথম রাত
পর্দায় সাদা মথটি
সাদা হয়ে ওঠে