অনুবাদে অনিন্দ্য রায়

হাইকু
জর্জ স্বেদে
১৭
পথের ধারে মৃত হরিণ
তার খোলা চোখে
তুষারকুচি গলে যাচ্ছে
১৮
বাসে
কিশোরীটি আয়না বের করে
ওষ্ঠস্ফীতি ঠিক করছে
১৯
ঝড়বৃষ্টির পর
বাচ্চারা
দ্বিগুণ হয়
২০
স্বাধীনতাদিবস
সব
আতসবাজির শেষে, নক্ষত্রেরা
এখনও সেখানেই
২১
শীত ভোরের বৃষ্টি
বউকে স্পর্শ করেতে
পাশ ফিরলাম
২২
ভোর
ওর বাজে ব্যাকরণবোধ
মনে পড়ছে
২৩
বার্ষিকী
বিধবা বুড়ি
বিছানার পাশে রাখা ছবির ধুলো ঝাড়ছে
২৪
প্রতিটি হাইকু
অন্তহীন জিগস ধাঁধার
আরেকটি খণ্ড