অণুগল্প ১ বৈশাখের বিশেষ সংখ্যায় শুভশ্রী সাহা
by
·
Published
· Updated
ল্যাবদা
আজ তিনদিন ধরে কারেন্ট নেই। মোমবাতি জ্বালিয়ে খেতে বসেছিল ওরা তিনজন।
— তুমি কি বাবা! দিন দিন যে আরো ল্যাবদা হয়ে যাচ্ছ! একটার বদলে দুটো মোম্বাতিও এনে রাখতে পারোনি!
— কি করে বুঝব, আজ রাতেও কারেন্ট আসবে না! বলছিল তো সবাই, এসে যাবে তাই আর!
— কি আর বুঝলে জীবনে! কেরানীর জীবন, রুটি আর ঘ্যাঁট চচ্চড়ি ছাড়া! লোকের কথায় বাড় খেয়ে নিজের বাড়ি খুইয়ে এলে এই ধ্যাড় ধেড়ে গোবিন্দপুর!
— কই আর শুনলুম! তোর মা ছাড়া,আর কার কথাই বা শুনবার সুযোগ পেলুম রে জীবনে!
— যাও যাও, গিলে ওঠো তো ! যেমন তোমার বাপ ছিল তেমনি তুমিও বলদের ছাতা! কি করতে পেরেছ শুনি! ওই অর্ধেক মোমবাতি টা রেখে দিও দয়া করে লাগবে কিন্তু!
অখিলেশ সবার শেষে উঠল। ওর হাতে সেই অর্ধেক মোমবাতিটা। বাবার চোখে ছানি, এই অন্ধকারে ঘরে একা আছে যে!