— হ্যাঁ স্যার, প্রচ্ছদের কোনো ত্রুটি হবে না। সুধীরেশ মিত্রর মত আপনারও সব কবিতার যে একটা বেসিক ট্যাগ লাইন, প্রচ্ছদের ছবিতে হিন্ট থাকতে হবে তাই তো!
— ধুর মশাই! কি সব বলছেন। আমার প্রচ্ছদে বেসস সুরিয়ালিজমের একটা ভাব থাকবে। ধরি ধরি কিন্তু অধরা!
কি কবিতা আছে না আছে, পাঠক তার মতো বুঝে নেবে! আমার কি দায়!
— না মানে, আপনি তো সেদিন বললেন আপনি বিখ্যাত কবি
সুধীরেশ মিত্রের ভক্ত ছাত্র, তার দেখানো আলোতেই
— থামুন তো! ওসব বলতে হয় মিডিয়ার সামনে! কোন টা কোন কমোডিটি আছে, মনে আছে নাকি!
—- কমোডিটি!
শুনুন এর আগে আড এজেন্সীতে কাজ করতাম, এই বইটায় সেই জিঙ্গল গুলো দিয়েছি কাজে লাগিয়ে!
— জিঙ্গল!
— আকাশ থেকে পড়লেন যে! বিজ্ঞাপনের গান বুঝি কবিতা নয়!
— দেখুন, বিজ্ঞাপনের কবিতা গান তো বিশেষ বস্তু ভিত্তিক পণ্যবাদী বিষয়, তার ভাবনা আর কবিতা সর্বকালের —
–থামুন তো! বিজ্ঞাপন ই সব মশাই! কবিতা গান ছবি সবেতেই খায়! এই যে চাটা তারিয়ে তারিয়ে খাচ্ছেন, দারুণ লাগছে, কেজি কতো জানা আছে গুনের জন্যই তো! এর মার্কেট রেট কত ওই গানটাই মনে করাবে খরিদ্দারকে!