শিরিন এর অনলাইন অর্ডারটা আজ ডেলিভারি হবে।
সকাল থেকে শিরিন আজ আনন্দে মাতোয়ারা। কারন অনলাইনে আসছে ওর বরের দেওয়া আইপড। বিয়ের প্রথম বছরের সারপ্রাইজ গিফট।
যথা সময়ে ডেলিভারি বয়ের ফোন টা এল আ্যড্রেস লোকেট করার জন্য।
সিরিন অপেক্ষায়। ডেলিভারি বয় এসে ওর হাতে দিল প্যাকেটটা। চোখ থেকে সানগ্লাস টা খুলেই সিরিনের চোখাচোখি।
সিরিন কাকে দেখছে।
প্রদীপ্ত! সিরিনের ত্যাগ করা ভালবাসা। যার সাথে সিরিন পাঁচ বছর প্রেমের খেলা খেলে বিয়ে করল অন্যকে। কি না প্রদীপ্তর কেরিয়ার নেই। তার থেকে বেছে নেওয়া ভাল ইঞ্জিনিয়ার বর।
প্রদীপ্ত না চেনার ভান করে সিরিনকে দিয়ে সাইন করাতে গেল।
আর সিরিন সাইন করতে করতে বলল ভালোই কাজ জুটিয়েছ।সাধে কি বলে, যার চালচুলো নেই তার আবার বিয়ের সখ…