• Uncategorized
  • 0

অণুগল্পে দিলীপকুমার মিস্ত্রী

লকডাউন

করোনার কারণে লকডাউন  চলছে দেশ জুড়ে এরমধ্যেই মহানগরীর বুকে এক বিশাল মিছিলফেস্টুনে বড় বড় করে লেখা, করোনার হাত থেকে বাঁচতে,মিছিলে সামিল হউনবিশাল পুলিশ বাহিনী  মাঝপথে মিছিল আটকে দাঁড়ালচলছে পুলিশকর্তার  সঙ্গে মিছিলকর্তার  কথাবার্তা
করোনা ঠেকাতে লকডাউন চলছেআপনি এরমধ্যেই এতো মানুষের মিছিল নিয়ে বেরিয়েছেন যেআরও মানুষকে মিছিলে যোগ দিতে আহ্বান জানাচ্ছেনজানেন, করোনা ঠেকাতে মানুষের মধ্যে দূরত্ব রাখাটাই এই মুহূর্তে সবচেয়ে  জরুরী ?
আজ্ঞে স‍্যার, জানিসেই জন্যই তো আমাদের এই আবেদন। 
বলছেনটা কী ? মাথার
আজ্ঞে শুনলাম,এই রোগটা  নাকি বড় শহর থেকে, বাবুদের শরীর ধরে ছড়াচ্ছে ।  তাইতো আমি গরীববস্তিবাসী ভাইদের তাদের কাছ থেকে সরিয়ে নিয়ে, শহর ছেড়ে চলে যাচ্ছিলকডাউনের আগে,বলতে পারেন এটা লকটাউন
আপনি জানেন, এরজন্য আপনাদের সবাইকে গ্রেফতার করা যায়, আপনাদের সকলের মাস জেলহাজত হতে পারে ?
আজ্ঞে হ‍্যাঁ স‍্যার, জানিসেইজন্যই তো আমি মিছিলে  আরও মানুষকে যোগ দিতে দুঘন্টা ধরে গলা ফাটাচ্ছি। 
মানে ? কী পাগলের মতো বকছেন ?
স‍্যার, লকডাউনের কারণে আমাদের কাজকর্ম সব বন্ধ।  হাঁড়িতে চাল বাড়ন্তআপনারা, সরকারি বাবুরা তো মাসের মাইনে সময়ে পেয়ে যাবেনআমাদের কী হবে ? আপনি আমাদের এখুনি গ্রেফতার করুনটা মাস অনন্ত খেয়ে বাঁচবো ! সেইসঙ্গে বাবুদের থেকে দূরে থাকায় করোনার রোগজ্বালা, অকাল মৃত‍্যুর হাত থেকে বেঁচে যাবো সঙ্গে লকডাউনও সফল হবেস‍্যার,আর দেরী করবেন নাকরোনা না,ধরে ফ‍্যালে !
পুলিশ অফিসার অবাক চোখে, মিছিল কর্তার মুখে হাঁ করে তাকিয়ে রইলতাকে  জাস্ট চিন্তিত লাগছে। 
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।