• Uncategorized
  • 0

অণুগল্প ১ বৈশাখের বিশেষ সংখ্যায় সুদীপ্তা চট্টোপাধ্যায়

সেই রিমোট টা

শোফায় পড়ে থাকা রিমোট টা দিয়ে টিভির চ্যানেল ঘোরাতে থাকলো নিখিল৷ এক টার পর এক নিউজ চ্যানেল৷
রমা দেবী চিৎকার করে উঠলেন৷ আরে আমাকে সিরিয়াল গুলো দেখতে দে৷ তোর শুধু খবর আর খবর৷
আঃ মা! পুরনো এপিসোড দেখাচ্ছে তো৷ লকডাউন চলছে৷ তোমার সিরিয়ালের লোকগুলোও এখন ঘরে বসে৷
ঐ পুরনো এপিসোড গুলোই দেখব৷ তখন তোর ছেলের পরীক্ষা চলছিল৷ দেখতে পাই নি৷
আশ্চর্য তো তুমি! শুধু সিরিয়াল আর সিরিয়াল৷ নিউজ টা দেখো৷ কত মানুষ মরছে৷ সারা বিশ্বজুড়ে কি অবস্থা৷ তোমার তো দেখছি এই সব নিয়ে কোনো মাথা ব্যাথাই নেই৷
সুমী মনে মনে ভাবতে লাগলো, এই শুরু হলো রিমোট নিয়ে মা ছেলের লড়াই৷
বাবলু এসে বললো,তোমরা ছাড়ো৷ আমাকে একটু কার্টুন দেখতে দাও তো৷ কত দিন বাইরে খেলতে যাই নি৷
রমা দেবী খুব বিরক্ত প্রকাশ করলেন৷ আর ভালো লাগে না৷ নতুন এপিসোড তো দেখতেই পাচ্ছি না৷ তারপর আবার সব এসে জুটেছে৷ এর কার্টুন ৷ ওর খবর৷
মাথা টা হঠাৎ গরম হয়ে উঠল নিখিলের৷ ছেলের হাত থেকে রিমোট টা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেললো৷ বেটরি গুলো যে যার মত ছিটকে গেল৷ রুক্ষ গলায় মা কে বলে বসলো, অশিক্ষিত মেয়ে মানুষ৷ সিরিয়াল ছাড়া কিছুই তো বোঝ না৷
এক নিমেষে রমা দেবীর মুখ টা লাল হয়ে উঠলো৷ চোখ দিয়ে নেমে এলো জল৷
সুমী চিৎকার করে উঠলো, মা রাস্তায়৷
ছুটতে লাগলো নিখিল৷ মা শোন , রাগ করো না৷ আমার ভুল হয়ে গেছে৷ মা,ও মা৷
সামনেই ভীড়৷ পুলিশ লাঠি চার্য করছে৷ সামনের দোকানে রেশন নিয়ে বেশ কিছু দিন ধরে ঝামেলা চলছে৷ নিখিল দেখে ভিড়ের মধ্যে তার মা মিশে গেল৷ একদিকে পুলিশের লাঠি চার্য৷ অন্যদিকে নিখিলের আর্তনাদ৷আচমকাই পুলিশের লাঠি এসে পড়ে রমা দেবীর মাথায়৷ নিখিলের সামনে নেমে আসে অন্ধকার৷
মা হসপিটালে৷ সেলাইন চলছে৷ এই মাত্র ডাক্তার বলে গেলেন,আপনার মায়ের একটা করোনার টেস্ট নেবো৷ মন টা কু ডেকে উঠলো৷ ডাক্তার রা বলছেন, বয়স্ক মানুষ দের করোনা তে বেশি ভয়৷
আর কিছুক্ষন পরেই আসবে করোনার রিপোর্ট৷ চারিদিকে চেয়ার টেবিল৷ হসপিটালের বেড৷ওষুধের তীব্র গন্ধ৷ তারই মধ্যে নিখিল দেখতে পেল, হসপিটালের প্রতিটি কনায় কিলবিল করছে করোনার জীবানু৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।