• Uncategorized
  • 0

স্মরণ ২০০: কবিতায় দেবী প্রসাদ চ্যাটার্জী

আদর্শ

এই শুভ মুহূর্তে তোমায় প্রণতি জানাই
এই শুভ মুহূর্তে তোমার আলোক স্নাত হই;
হে অগ্নিগোলক,
তোমার ‘বর্নপরিচয়’ বাংলা তথা বাঙালীর চেতনার চৈতন্য
তুমি বাঙালির শাশ্বত স্মারক, ঈর্ষনীয়  উত্তরাধিকার
তুমি তামাম দুনিয়ার একমাত্র ওসেন অফ লার্নিং।
হে আগুন-মানব,
তোমার ‘ফুলকি’ মাথার ধূসর কোষে অনুরণন ঘটায়
তুমি মানে দৃপ্ত পদচারণা, ইঙরেজ উদ্দম, বাঙালী মায়ের নরম হৃদয়…
তোমার মন্ত্র বহুজনসুখায় বহুজনহিতায়…
এই কঠিন সময়ে তোমার ‘ইস্পাত’ খুঁজে বেড়াই।
এই শুভ মুহূর্তে তোমায় প্রণতি জানাই
এই শুভ মুহূর্তে তোমার সাথে সখ্যতার পূণর্নবীকরণ করি,
তোমার ছোঁয়াতেই আকাশের কালো, নীল
তুমিই বলেছিলে দিনের অর্ধেকটা নরের হলে
বাকি অর্ধেকটা নারীর
তুমি এলেই সতীদাহের নগ্ন পূর্ণচ্ছেদ।
তোমার আদর্শ ব্জ্রকঠিন, অথচ ফুল তুলতুলে
তোমার আদর্শের ব্যাপন ঘটুক,
তোমার ভাবনায় উন্মুক্ত হয়ে
আমরা যেন উদ্দম ভাগিরথী ঝাঁপ দিতে পারি,
উৎকণ্ঠাকে আঙুলের ডগায় নাচাতে পারি
আর একটা স্নিগ্ধ সকাল আনতে পারি
যে সকালে মন্ত্রোচারিত হবে,
ভারতবর্ষ সূর্যের এক নাম
ভারতবর্ষ মানবতার এক নাম
ভারতবর্ষ ‘সাগরের’ এক নাম।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।