কাল সারারাত ছেঁড়া ছেঁড়া ঘুমের মধ্যে অদ্ভুত সব স্বপ্ন দেখেছি।আসলে সেগুলো হয়তো আমার অস্থির মনেরই প্রতিফলন।তাই আমার মনের মতই দিশাহীন, মানেহীন কিছু দুঃস্বপ্ন।….যতক্ষণ জেগে ছিলাম দিম্মার কথাগুলো আমাকে স্বস্তি দেয়নি,দিম্মার হাজার প্রচেষ্টা সত্ত্বেও। আমি বুঝতে পারছিলাম না এবার আমার সাথে ঠিক কি কি হতে চলেছে।জানা বিপদ যতই সাংঘাতিক হোক না কেন,তার একটা সমাধান থাকে। কিন্তু…….দিম্মা যেটা বললো সেটা যদি সত্যিই হয়,তাহলে….. তাহলে তো আমার চেনা পৃথিবী টা সম্পূর্ণ পাল্টে যাবে, হয়তো ভালো হবে,হয়তো ভয়ংকর কিছু হবে…,যা ই হোক আমার তো জানা নেই।তাই তো এত অস্থিরতা, উৎকণ্ঠা।ছোট থেকে আমার সঙ্গে কম তো কিছু হয়নি।দিম্মা না থাকলে….মা তো থেকেও নেই।জানি না মা কেন এত অপছন্দ করে আমায়.. আমি মার মত সুন্দরী নই বলে??না কি মা আমাকে তার উড়ে চলা জীবনে একটা বোঝা বলে মনে করে বলে… কিন্তু আমি তো জ্ঞান হওয়ার পর থেকে আমার প্রতি মায়ের এই বিতৃষ্ণা বুঝতে পেরে মায়ের কাছ থেকে নিজেই সরে এসেছি,কখনো এতটুকু আবদার… এতটুকু ভালোবাসা ও দাবি করিনি,… যদিও দিম্মা আমাকে যা দিয়েছে হয়তো মা কোনোদিনও অত স্নেহ,অত ভালোবাসা আমাকে দিতে পারতো না। তবুও শীতের রাতে বা বিদ্যুৎ চমকানো বর্ষার সন্ধ্যায় মার সুন্দর মুখ টা কি আমার মনে ভেসে ওঠেনি?? আমার ভালো রেজাল্টের খবরে ফোনে ভেসে আসা মায়ের বরফ ঠান্ডা ‘ওক্কে’ শুনে চোখে জল আসেনি??…. বাবা জিনিস টা যে কি…,তার ভালোবাসা….. বা কে আমার বাবা…… তা তো জানি ই না। অবশ্য সেটা আজকের যুগে বড়ো কিছু নয়। আমাদের আশি ভাগ বন্ধুদের ই সিঙ্গল পেরেন্ট। তবু যখন আমার কোনো বন্ধু তার বাবা মায়ের সাথে আমার আলাপ করিয়ে দিয়েছে।মুখে খুশি হওয়ার হাসি ঝুলিয়ে সৌজন্যতা বজায় রেখেও বুকের ভেতর হু হু করে উঠতো না কি??আর তারপর…. তারপর সেই রাত।যে রাতে দিম্মা আর মা’র কথা আমি শুনে ফেলেছিলাম…..না ….সেই রাতের কথা আমি কিছুতেই মনে করতে চাই না…. চাই না। কিন্তু ভূলতেও পারি কই!!!!হয়তো সেই রাত ই আমার স্বপ্নে, আমার ঘুমে বারবার ঘুরে ফিরে আসে।কাল রাতে ও কি???? আমার ভাবনার জাল ছিঁড়ে গেল দিম্মার সুরেলা স্নেহ মাখানো স্বরে ….. এই আমার আর্শী টা…. আমার ম্যাজিক সার্সী টা… ঘুমপরীদের রানী….সকাল হোলো উঠে পড়ো ব্রেকফাস্ট টা আনি???।দিম্মার কান্ড দেখে ফিক্ করে হেসে ফেললাম।হাসির মতন মন ভালো করা মেডিসিন আর কিই বা আছে। ফ্রেশ হয়ে টেবিলে এসে বসলাম…দিম্মার ব্রেকফাস্ট মানেই এলাহি ব্যাপার। অবশ্য দিম্মার মতো আমিও বিগ ফুডি।আজ সব আমার প্রিয় খাবার দিয়ে টেবিল সাজিয়েছে দিম্মা।আর এই সব গুলো উপকরণ এসেছে দিম্মার ফার্মহাউস থেকে।বাইরে দিম্মার ফার্ম গুলোতে কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে।আমি জানলা দিয়ে দেখতে পাচ্ছি পিটার কে,শেলি কে,রাবিয়া কে, আনন্দ কে,আরো অনেকের নাম জানি না।আমার চোখের সমস্যা টা আবার ফিরে এসেছে,যদিও সর্দিটা খানিকটা কম। কিন্তু আমি এখন এসব বলে দিম্মাকে বিব্রত করতে চাইছি না।যদি ও আমি জানি আমি না বললেও দিম্মা আমার সব কিছুই বুঝে যায়। আমি ফ্রেন্ঞ্চ ক্রেপের প্লেট টা টেনে নিলাম।ইয়াম্মিইইই।….দিম্মা এর মধ্যে মধু আর মাখনের ফিলিং দিয়েছো তাই না???…ইয়েস বেবি এই দেখ্ বেকন বার্গার আর আমি আর আমার টিম খাচ্ছি লুচি আলুরদম…. একটু টেস্ট করতে পারিস কিন্তু।…. অবশ্যই করবো,হয়তো দেখো তোমার সাথে বসে এটাই আমার লাস্ট ব্রেকফাস্ট… ওয়াও দিয়া লাস্ট আর ফাস্ট কি সুন্দর রাইম করছে দেখো…. বলতে বলতে দিম্মার মুখের দিকে তাকিয়ে চুপ করে গেলাম… হাসি পেলেও হাসা যাবেনা এখন… ভূমিসুতা বসুমল্লিক খেপেছে… বড় বড় চোখ মেলে আমার দিকে তাকিয়ে আছে। এরপর ঐ চোখ জলে ভরে উঠবে আমি ঠিক জানি।ছোট থেকে আমার উপর রাগ করলে এটাই আমাকে দিম্মার শাসন।এর ওষুধ ও আমি জানি…,. পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে রাগ করেছে রাগুনি ছড়া টা বলা নয়তো কান ধরে সরি বলেই দুগালে দুটো তিনটে চারটে…. এর মধ্যেই দিম্মার ফোন টা বেজে উঠলো।…যাক, আজকের মতো বেঁচে গেলাম মনে হয়।…দিম্মার ফোন পাশের ঘরে, দিম্মা মোবাইল ব্যবহার করে না।ল্যান্ডফোন না কি যেন বলে ঐ কালো মতো ফোন টাকে। কিছুক্ষণ কথা বলে যখন দিম্মা এসে আবার টেবিলে বসলো তখন আমার খাওয়া প্রায় অর্ধেক শেষ।এতো ডিলিশিয়াস খাবারের সামনে কি আর এমনি এমনি বসে থাকা যায়!!!!দিম্মা অন্যমনস্ক ভাবে টেবিলে এসে বসলো। আমি বার্গারে শেষ কামড় টা দিয়ে আঙ্গুল চাটতে চাটতে বললাম কি গো??কার ফোন ছিল??…. তোর স্কুলের প্রিন্সিপালের।…… কার????? আমার আঙুল চাটা থেমে গেল। নিশ্চয়ই কালকের সেই আর্থকোয়েকের ঘটনা নিয়ে…. তাই না দিয়া???…না তো… তৈরী হয়ে নে সার্সী, আমাদের বেরোতে হবে,…… কোথায় যাবো দিয়া?????তোর স্কুলে…. তোকে মিট করতে কয়েকজন এসেছেন।একটা ঠান্ডা শীতলতা,একটা অদ্ভুত ভয়মেশানো উৎকণ্ঠায় আমার হার্ট টা যেন দু একটা বিট্ মিস করলো।তবে কি!!!!!!তবে কি????? আমার সময় হয়ে এলো???আমাকে চলে যেতে হবে???এই চেনা জগৎ ছেড়ে আমার দিম্মার স্নেহে মোড়ানো এই পরিচিত জীবন ছেড়ে এক……এক অজানা অচেনা অনিশ্চিত পৃথিবীতে?????