সাতে পাঁচে কবিতায় স্বদেশরঞ্জন মন্ডল (দাদাভাই)
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ডাকপিওনের গল্পে তোর্ বৃষ্টিভেজা দীর্ঘশ্বাস……..
দূরের কাছ কিংবা কাছের দূর থেকে স্পষ্ট বোঝার উপায় নেই,
যদিও তোর্ পাঠকমন কবিতায় নতজানু বটে…..
দূর থেকে অন্ধকার নামে বৃষ্টি ঝরার শব্দে,
কাছের অন্ধকার বৃষ্টি-কোলে মাথা রাখে….
করতলগত যাকিছু আমার বলে জানি তা-তো দ্বিধাদ্বন্ধের উপহার…..
আর তোর্ কবিতা তোর্ বৃষ্টিভেজা দীর্ঘশ্বাস….সতর্ক বুকের ব্যালকনিতে ঝুলে থাকে
এই বুঝি নির্মাণকল্পে তুফান তুলবে মৃদুমন্দ ডাকপিওনের গল্প…….