সাতে পাঁচে কবিতায় সন্দীপ ভট্টাচার্য
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
রাতের কবিতাগুচ্ছ
১
ছেঁড়া আকাশে সেদিন
চাঁদ উঠেছিলএকটু দেরীতে
মাঝরাতের হুক্কাহুয়া, ঢেকে রেখেছিল
কিছু তীব্র চাওয়া চিলতে আলোর ধুলো
২
চাপা থাকা আর্দ্রতায়
ভিজেছিলো কিছু ধূসর স্মৃতির পথ
ফেলে আসা দিবাস্বপ্নদের
খুঁটে খুঁটে খেয়েছিলো অনাহারী পূর্ণিমা
৩
পরকীয়া হাসির মতো গভীর রাত
ডুবেছি কেবল অতলান্ত
শ্বাস যখন থামতে বসেছিলো
হাতে ঠেকেছিলো কিছু জলকল্মীর নীলচে ফুল
৪
জারুলের রঙ ঝরা ছায়ার নীচে দাঁড়িয়ে
পৃথিবীটাকে বেগুনী মনে হয়েছিলো
ধীরে ধীরে আঁধার নেমে এলে
পথভ্রষ্ট আমার আর বাড়ি ফেরা হয়নি।
৫
ঘাসেদের নরম কথাবার্তা
এই বুঝতেই শিখেছিলাম
হঠাৎ ফরমান এলো
আমার ভবিষ্যৎ না কি তারাদের কোলে
৬
মৃত্যুগন্ধ ছড়ালে বাতাস জুড়ে
কারা যেন ভেংচি হাসে লতায় পাতায়
সুনসান সড়কে আমার শহর তখন
মলিন নিয়নে বাঁচে জীবনের গান