অভিমানের কাঁটাতার পেরিয়ে,
বিচ্ছেদের কুয়াশা পেরিয়ে,
কান্তারের পথ থেকে আমার কর্ণ-গহ্বরে,
“ভালোবাসার বীজমন্ত্র” গেঁথে দিয়েছে সমুদ্র!
সমুদ্র,আমার উত্তাল হৃদয়ের পাশে,
বিষাদের শান্ত সঞ্জিবনী রেখে গেছে,ভোর-রাতে!
আমার চোখে রক্তবর্ণ উন্মাদনা,
চোখের সামনে ‘আকাশলীনা’,
‘বনলতা’ রয়েছে স্তব্ধ দাঁড়িয়ে…
হে শ্রাবন,হে জোৎস্না রাতের সমীরণ,
হে বৃষ্টিধারার শব্দ,হে শরৎ শিশিরের মুগ্ধতা,
হে শৈত্যপ্রবাহ বুকের রোদ,হে বসন্তবেলার গান,
হে কবিতা-অরণ্যের চন্দন…
তোমায় প্রণাম…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন