দোপাটি ফুল গুলো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পারফিউম স্প্রে করে জাতে উঠার চেষ্টায় মগ্ন
আমি সজনেডাঁটা দিয়ে বিরিয়ানি রান্নার রেসিপি আপলোড করছি।
সংসার নামক ঘোড়াটি টগবগ করে ছুটতে ছুটতে ক্লান্ত
এক গ্লাস গ্লুকোন ডি নিয়ে তার সেবায় হাজির হয়েছি,
ডাইনিং টেবিলে এক কোণে পড়ে থাকা টুথপিক এর কৌটো লুঙ্গি গুটিয়ে ঝগড়ায় মেতে উঠল,
অনেকদিন ভালোমন্দ খাবারের স্বাদ পাচ্ছে না তারা।
দেঁতো হাসি হেসে তাদের শান্ত করার চেষ্টা, অল্প হলেও সফল।
হ্যাঙ্গারে ঝুলছে ভিজে যাওয়া স্বপ্ন কিছু,
বাইফোকল চশমাটিও মাঝে মাঝে ঝাপসা হয়ে ওঠে, সকলের আড়ালে।