সাতে পাঁচে কবিতায় রিতা মিত্র
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
পাহাড়ি ঘোড়ার খুর
শৈলশহর মনোরম আবহাওয়া, আইস্ক্রিম বিনিময়ের পর, রোদ চশমার ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল।
পাহাড়ি ঝর্ণা, পিঠের ঝাঁকে বয়ে এনেছে নুড়িপাথর,
খবরদার খোলামকুচি বলবে না একদম।
জহুরির চোখ ধার চেয়ে আনো, মনিমানিক্য পেলেও পেয়ে যেতে পারো।
জ্যোতিষ চর্চা অনুশীলন শেষে পাঁচজনের কান মুলে, মাথা চিবিয়ে খাবার সার্টিফিকেট এখন তোমার ঝুলিতে।
পসার জমে উঠলে পাহাড়ি ঘোড়ার পায়ে পুজো দিতে ভুলোনা যেন।