সাতে পাঁচে কবিতায় নব কুমার দে
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ডিমের ঝোল ভাত
রবিবার মানেই পাড়া জুড়ে যখন মাংসর গন্ধ
আমাদের বাড়ীতে বড় বড় আলু দিয়ে
ডিমের ঝোল রান্না হত
আমরা চার ভাইবোন বাবা মা
ছজনের জন্য বরাদ্দ তিনটে ডিম
মা সেদ্ধ ডিমগুলোকে সূতো দিয়ে
অদ্ভুত কায়দায় আধাআধি ভাগ করে নিত
আমি ডিমের কিছুটা কুসুম দিয়ে
বড়দির সাথে
সাদা অংশের বদলা বদলি করে নিতাম
আমরা তখন সবাই একসাথে খেতাম
আমরা তখন সবাই হ্যারিকেনের আলোয়
সুর করে একসাথে পড়তাম
দর্মার বেড়ার ভাড়া করা ছোট্ট ঘরে
এখন বাবা মারা গেছে
দাদার দোতলা বাড়ী , মা সেখানেই থাকে
বড়দি ছোড়দি দুজনেরই বিয়ে হয়ে গেছে দুপ্রান্তে
জামাইবাবু দের আর্থিক অবস্থা স্বচ্ছল
আমি একটু শহর ঘেষা
এক কামরার ফ্ল্যাট,গোছানো আসবাব
দেওয়ালে বাবার একটা ছবিও আছে
রবিবারে এখন আমাদেরও মাংস হয়
কিন্তু ক্ষিদে পায়না,স্বাদ পাইনা
আমরা যে আর একসাথে খাইনা