সাতে পাঁচে কবিতায় নব কুমার দে
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
রঙিন মাছ
অ্যকোরিয়ামে মাছটা মরে গেছে দুদিন হোলো
ফেলা হয়নি
ভাল্লাগছে না , ইচ্ছে করছে না
সাতকাহন পড়ছিলাম , ভাজ করে রেখে দিয়েছি পাশে
রিমোট নিয়ে অনেক গুলো চ্যানেল বদলালাম
তারপর বন্ধ করে দিলাম
সিগারেট জ্বালিয়ে পায়চারি করতে করতে
চোখাচোখি হল বাবার ছবির সাথে
ছবিতো , লুকোতে হল না তাই
ছবির মালাটাও শুকিয়ে গেছে ফেলা হয়নি
কবে বেশ পরিয়েছিলাম
কি যেন ছিল
কাউকে ফোন করে একটু মদ খেয়ে আসবো
তাও ইচ্ছে করছে না
মরে যাবো , ঝুলে পড়বো সিলিং এ দড়ি বেঁধে
ধ্যুর ,তাও ভাল্লাগছে না
কবিতা লিখবো
বিষাদ সঙ্গী আমার কপালে চুমু খাও একটা
ছায়ানীল এই আঁধার যাপনের
সন্তানের মত একটা নাম রাখি
তারপর পাশ ফিরে শুই
কিসব লিখছি , এসব আমার কম্ম নয়
আচ্ছা আমি ভালো নেই বললেই কি
বোঝাতে পারবো কতটা ভালো নেই , কেন
অসহয়তা প্রকাশের শব্দ যখন ফুরিয়ে আসে
কাঁদতে হয় নয় ঘুমিয়ে পড়তে হয়
আমিতো দুটোর কোনোটাই পারছি না